সালমাদের সাহসের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তান সফররত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাহসের উচ্চসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গনভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে নারীরা খেলতে গিয়ে যে সাহসের পরিচয় দেখিয়েছে তার প্রশংসা করা উচিৎ। তারা তো সবচেয়ে বেশি সাহসের পরিচয় দিয়েছে।’

প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান, চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং আইসিটি টেকসই উন্নয়ন সম্মাননা প্রাপ্তিসহ পুরো সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধানমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নে উঠে আসছিল সন্ত্রাসবাদ, বাংলাদেশে বিদেশী নাগরিক হত্যা এবং এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল প্রসঙ্গটিও উঠে আসে। এমনই এক প্রশ্নে এটিএন নিউজের সাংবাদিক মুন্নি সাহা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘অস্ট্রেলিয়া যদি নিরাপত্তার ঠুনকো অজুহাতে বাংলাদেশে না আসে, তাহলে কেন পাকিস্তানের মত সন্ত্রাসকবলিত একটি রাষ্ট্রে বাংলাদেশ নারী ক্রিকেটারদের পাঠানোর ঝুঁকি নেয়া হলো?’

এ প্রশ্নের বেশ কঠোর জবাব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ক্রিকেটাররা কেন যাবে না পাকিস্তানে? একজন নারী হিসেবে তো নারী ক্রিকেটারদের সাহসে আমাদেরও গর্বিত হওয়া উচিৎ।’

নারী ক্রিকেটারদের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন করায়ও যেন বিরক্ত হলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘নারী ক্রিকেটারদের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন তোলার কোন যৌক্তিকতা নেই। তাদেরকে তো আমরা মুক্তিযুদ্ধ করে হারিয়েছি; কিন্তু রাষ্ট্রীয় সম্পর্ক তো আর কেটে ফেলি নাই কিংবা বাদ দেই নাই। আমরা তো সেখানে গর্বের সঙ্গে যাবো। একটি বিজয়ী জাতি হিসেবে যাবো, খেলবো।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ক্রিকেট বিশ্বে যতগুলো শক্তিশালি রাষ্ট্র রয়েছে তাদের মধ্যে পাকিস্তানও একটি। তাদের বিপক্ষে খেলতে যাওয়া তো আমাদের মেয়েদের জন্য গর্বের বিষয়। তার এমন একটা দেশে নারী ক্রিকেটাররা যাওয়ার সাহস দেখাতে পেরেছে, এটাই তো অনেক বড়।’



মন্তব্য চালু নেই