সাশ্রয়ী দামের উইন্ডোজ ফোন আনলো মাইক্রোসফট

গত সপ্তাহে স্পেনের বার্সেলোনায় শেষ হয়েছে মোবাইল ওয়াল্ড কংগ্রেস। ফোনের এই বড় প্রদর্শনীতে মাইক্রোসফট নতুন একটি ফোন অবমুক্ত করে। ফোনটির মডেল লুমিয়া ৬৫০। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি সাশ্রয়ী দামের।

এই ফোনটিতে প্রি-ইনস্টল করা আছে অফিস অ্যাপস, অন-দ্য-গো, ওয়ান ড্রাইভ, কর্টানা এবং মাইক্রোসফট অ্যাসিসট্যান্ট।

ডুয়েল সিমের এই ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির অ্যামোলিড ক্লিয়ার ব্ল্যাক ডিসপ্লে। এইচডি ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ১৯৭ পিপিআই।

এটির প্রসেসর হিসেবে ব্যবহৃত হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ২১২ প্রসেসর, প্রসেসরের ক্লক স্পিড ১.৩ গিগাহার্টজ। র‌্যাম ১ জিবি। ফোনে বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ন্যানো সিমের এই ফোনটিতে ২০০০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

লুমিয়া ৬৫০ ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। রিয়ারে এলইডি ফ্লাশগান রয়েছে। সেলফি ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।

ফোনটির মূল্য ১৯৯ ডলার। বর্তমানে এটি ইউরোপের বাজারে পাওয়া যাচ্ছে। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য ১৫ হাজার ৭৫৫ টাকা।



মন্তব্য চালু নেই