সাড়ে ৬ কোটি টাকার জন্মদিন!

শনিবার ৯২তম জন্মদিন জাঁকজমকভাবে পালন করছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। খরা ও প্রেসিডেন্টের উত্তরসূরি নিয়ে দলাদলির প্রেক্ষাপটে ঘটা করে জন্মদিন পালন করায় ভীষণ ক্ষুব্ধ সমালোচকরা।

বিশ্বের সবচেয়ে বয়স্ক এ নেতার জন্মদিনে দলের হাজার হাজার সমর্থক ছাড়াও কর্মকর্তা ও জনগণের অনেকেই দক্ষিণ পূর্বের মাসভিঙ্গোতে আয়োজিত উৎসবে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ক্ষমতাসীন দল জেডএনইউ-পিএফের মুখপাত্র সিমন খায়া ময়ো জানান, আয়োজন সফল করতে আয়োজকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

গত রোববার মুগাবে ৯২ বছরে পা রাখেন। গত ২৬ বছর দেশটি শাসন করছেন তিনি। তার এ শাসনামলে ভোট চুরি, গণ অভিবাসন, মানবাধিকার লঙ্ঘনের অপবাদে অভিযুক্ত হয়ে আছে।

এদিকে জন্মদিন উদযাপনে ব্যয় ধরা হয়েছে ৮ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় (৮০ টাকা ধরে) দাঁড়ায় প্রায় সাড়ে ৬ কোটি।

দেশটিতে প্রচণ্ড খরায় দুর্ভিক্ষে আছেন অনেকেই। তার স্বাস্থ্যের বর্তমান অবস্থা ও বয়সের কারণে কে হবেন উত্তরসূরি তা নিয়ে দলে শুরু চলছে অন্তর্দ্বন্দ্ব।



মন্তব্য চালু নেই