সিঙ্গাপুরে অগ্রনী ব্যাংকের চেয়ারম্যান সাথে ইফতার

রাশিদুল ইসলাম জুয়েল, সিঙ্গাপুর থেকেঃ দীর্ঘ প্রতিক্ষার পর সিঙ্গাপুর সরকারের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক ‘বাংলাদেশ সেন্টার, সিঙ্গাপুর’ এর অনুমোদন পাওয়া গেছে। এ উপলক্ষ্যে ৯ জুন ২০১৬ ইং সন্ধ্যায় ‘বাংলার কণ্ঠ’ পত্রিকার কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পরিচালনা পর্ষদ ও সিঙ্গাপুরস্থ অগ্রণী এক্সচেঞ্জ হাউজের চেয়ারম্যান ড. জায়েদ , বিশেষ অতিথি ছিলেন অগ্রনী এক্সচেঞ্জ হাউজ সিংগাপুর এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম ডি শামসুল হক, এ এস এম শরিফুল ইসলাম,চীফ ফিনান্সিয়াল অফিসার।

সিঙ্গাপুর বাংলাদেশ কমিনিটি সমাজ কর্মী শহিদুল ইসলাম পিকলু ও সিঙ্গাপুর বাংলাদেশ কমিউনিটির সদস্য বর্গ এবং বেশ কয়েকজন শ্রমজীবী প্রবাসী।

গত ৮-৬-২০১৬ ইং সিংগাপুর অগ্রণী একচেঞ্জ হাউজের Joo Koon শাখার উদ্ভোদন করে ড. জায়িদ।

ড.জায়িদ ‘বাংলার কন্ঠ’ পত্রিকার সম্পাদক একে এম মোহসীনের সাথে আলাপচারিতায় বাংলার কন্ঠ পত্রিকার দীর্ঘ পথ পাড়ি দেয়া, বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিকে সিঙ্গাপুরের মুল শ্রোত ধারার সাথে মিশে বাংলাদেশে ইতিহাস ইতিহ্যকে সমৃদ্ধ করার প্রয়াসের ধারাবাহিকতার প্রশংসা করেন। আগামীতে বাংলার কন্ঠের যে কোন উদ্যোগে পাশে থাকার আশা ব্যাক্ত করেন।এ সময় বাংলার কন্ঠের সহযোগীতায় প্রথম শ্রমজীবীদের সসম্পাদনায় প্রকাশিত ত্রৈমাসিক ম্যাগাজিন “প্রবাসী কন্ঠ”ও “বাংলার কন্ঠ”পত্রিকার জুন সংখ্যা উপস্থিত সকলকে উপহার দেয়া হয়।



মন্তব্য চালু নেই