সিঙ্গাপুরে সরকারি অফিসে ইন্টারনেট নিষিদ্ধ

সিঙ্গাপুরের সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর মে মাস থেকে অফিসের কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হচ্ছে। মালয়েশিয়ার দ্য স্ট্রেইট টাইমস পত্রিকা জানিয়েছে, সাইবার হামলার হুমকির পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের ইমেইল এবং সরকারি নথিপত্রের নিরাপত্তা রক্ষার জন্যই সরকার এই পদক্ষেপ নিয়েছে।

এদিকে এই খবরে সিঙ্গাপুরের নাগরিকরা হতভম্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এর কঠোর সমালোচনা করে প্রতিক্রিয়া দিচ্ছেন। এই সিদ্ধান্ত ‘স্মার্ট নেশন টেকনোলজি ইনিশিয়েটিভ’ এর পরিপন্থি।

তবে এ সিদ্ধান্তের পক্ষে দেশটির তথ্য প্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান আইডিএ বলছে, সম্ভাব্য সাইবার হামলা ঠেকানো এবং নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আইডিএ’র একজন মুখপাত্র জানান, তারা সরকারি কর্মকর্তাদের জন্য নিজস্ব একটি নেটওয়ার্ক গড়ে তুলছেন, যাতে অধিকতর নিরাপত্তার ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, অন্যান্য দেশের মতো সিঙ্গাপুরও একাধিকবার হ্যকিং এর শিকার হয়েছে। ২০১৩ সালে ‘অ্যানোনিমাস’ নামে পরিচিত হ্যাকার গ্রুপ সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সরকারি ওয়েবসাইট হ্যাক করেছিল।



মন্তব্য চালু নেই