সিটিসেলের লাইসেন্স বাতিল : ৭ দিন পর নেটওয়ার্ক বন্ধ

মোবাইল অপারেটর সিটিসেলের লাইসেন্স বাতিল করেছে সরকার। মঙ্গলবার বিকেলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।

তিনি জানান, সিটিসেলের ৪৭৭.৫১ কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। বার বার বলার পরেও তারা টাকা পরিশোধ করেনি। তাই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গ্রাহকরা আগামী সাতদিন সিটিসেলের রিম ব্যবহার করতে পারবেন বলে জানান তিনি। তবে সাতদিন পর স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।

এর আগে রোববার ‘মৃতপ্রায়’ সিটিসেলের গ্রাহকদের ১৬ অাগস্টের মধ্যে বিকল্প সেবা নিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সময় বেঁধে দেওয়ার সিদ্ধান্তে ‘অপরিপক্বতা’ বলে আখ্যায়িত করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, কৌশলগত ভুলের খাদে পড়েছে সিটিসেল। সিটিসেল বন্ধ হবে কি না, সে সিদ্ধান্ত দেবে সরকার।

ওইদিন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার আগে কীভাবে অপারেটর বদল করতে পারি? আমার মনে হয়, এতে বিটিআরসির সিদ্ধান্তগত একটু অপরিপক্বতা প্রকাশ পেয়েছে। বিকল্প সেবা নিতে সিটিসেল গ্রাহকদের আরো সময় দেওয়া হবে।

এরপর মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।



মন্তব্য চালু নেই