সিডনিতে পুলিশ দপ্তরের বাইরে গোলাগুলি, নিহত ২

অস্ট্রেলিয়ার সিডনিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশের সদরদপ্তরের বাইরে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন।

পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, “একজনকে গুলি করা হচ্ছে দেখে এক পুলিশ অফিসার তার অস্ত্র ব্যবহার করেন।”

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং হেলিকপ্টারে ওই এলাকায় টহল দেওয়া হচ্ছে বলে অস্ট্রেলিয়ার এবিসি নিউজের খবরে বলা হয়।

পুলিশ দপ্তরের উল্টো দিকের একটি ভবনের বাসিন্দা বিজয় দান্তু এবিসি নিউজকে বলেছেন, তিনি বেশ কয়েকটি গুলিশ শব্দ শুনেছেন।

“আমি বাসায় কাজ করছিলাম। প্রথমে একটি গুলির শব্দ পেয়ে ভাবলাম টায়ার পাংচার হয়েছে। এরপর আরও দুটো গুলির আওয়াজ হল।”

বাংলাদেশে ‘অস্ট্রেলিয়ার স্বার্থের’ ওপর জঙ্গি হামলার হুমকির কথা বলে চলতি মাসে নির্ধারিত ক্রিকেট দলের ঢাকা সফর স্থগিত করেছে দেশটি।

সিডনির ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে পুলিশের কোনো ভাষ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই