সিডনির বন্ডি সাগরতীরে বিস্ময়কর ঘন মেঘ (ভিডিও)

বৃষ্টি হয়ে ঝরে পড়ার আগে পাঁজা হয়ে ঝুলে থাকা ঘন মেঘের এক মন্ত্রমুগ্ধ দৃশ্য দেখা গেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনির বন্ডি সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষ বিহ্বল হয়ে এই অভূতপূর্ব দৃশ্য চাক্ষুষ করেছে।

হ্যানাহ মারফি নামের এক প্রত্যক্ষদর্শী এই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘সমুদ্র সৈকতের দিকে হেঁটে যেতে যেতে আমার কেবলই মনে হচ্ছিল সাগরের গভীর থেকে বিশাল উঁচু একটা ঢেউ যেন তীরের দিকে ঝাঁপিয়ে পড়ছে এবং এই ঢেউ আমাদের সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে। তখন শত শত মানুষ রাস্তা দিয়ে দৌঁড়াচ্ছিল সৈকতের দিকে এই আশ্চর্য মেঘের ছবি তোলার জন্য।’

বিখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা উইল রিড পাঁজা করা ঘন মেঘের এই চমৎকার উড়ে আসা এবং এক সময় সিডনির উপরে ঝড় হয়ে ঝরে পড়ার দৃশ্য পুরোটা ক্যামেরায় ধারণ করেছেন।

পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লেখেন, ‘পাঁজা মেঘের সবচেয়ে নিখুঁত দৃশ্যটা আজকে দেখা গেছে সিডনির আকাশে।’

নিকোল কিজার নামের আরেকজন প্রত্যক্ষদর্শী তখন সাগরতীরের দিকে যাচ্ছিলেন সাঁতার কাটার জন্য। তিনি এই দৃশ্যের বর্ণনায় বলেছেন, ‘আকাশে মেঘের ঢেউ!’

তিনি বলেন, ‘এটা ছিল চমৎকার একটা সকাল। হঠাৎ দেখলাম সাগরের সবুজাভ পানি হাল্কা নীলাভ বর্ণের হয়ে গেল, যেটা কি না দারুণ বৈসাদৃশ্য তৈরি করল কালো মেঘের সঙ্গে। মানুষ ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করল এবং তারপরেই হঠাৎ করে দেখি চারিদিক কুয়াশাচ্ছন্ন।’

তবে এই আশ্চর্য মেঘ ভেঙ্গে যখন ঝড়-বৃষ্টি শুরু হওয়ার যোগাড় তখন দর্শনার্থীরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যায়।

 



মন্তব্য চালু নেই