সিনিয়র সচিব হলেন এনবিআর চেয়ারম্যানসহ ৪ আমলা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানসহ চার সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

পদোন্নতি দিয়ে ৪ সচিবকে আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. আব্দুর রব হাওলাদারকে সিনিয়র সচিব করা হয়েছে।

আওয়ামী লীগ সরকার আগের মেয়াদে প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব পদ তৈরি করে। ২০১২ সালের ৯ জানুয়ারি আট সচিবকে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়। পরে পুলিশের মহাপরিদর্শকের পদটি সিনিয়র সচিব পদমর্যাদায় আনা হয়।



মন্তব্য চালু নেই