সিনেমা কায়দায় রাজধানীতে ছিনতাই!

বলিউডের হিট সিনেমা ধুমে যেভাবে ভিলেন বিভিন্ন দামী বস্তু চুরি করে মোটরসাইকেলে চরে ভেগে যেতে সক্ষম হয়। ঠিক সেভাবে রাজধানীতে দিনে-দুপুরে ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। তবে এখানে একজন ভিলেন নয়, মোটরসাইকেলে থাকে দুইজন আরোহী।

রাজধানীর মিরপুরে রুপনগর আবাসিক এলাকার মোড় শিয়ালবাড়িতে দিন-দুপুরে এই ঘটনার শিকার হচ্ছেন সেখানের পথচারীরা। রিকশায় করে চলাচলের সময়ও মোটরসাইকেলে থাকা পেছনের জন হাতে ব্যাগ বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস থাকলে তা টেনে নেয়ার চেষ্টা করছে। এলাকায় বিভিন্ন পুলিশ চেক পোস্টের ব্যবস্থা থাকলেও রেহাই পাচ্ছে না অনেকে।

ফিল্মি স্টাইলে এ পর্যন্ত অনেকে নিজেদের ল্যাপটপ ও মোবাইল ফোন হারিয়েছেন। একজন ভুক্তভোগী জানান, গত সোমবার তিনি রিকশায় করে তার অফিসে যাবার সময় মোটরসাইকেলে থাকা দুইজন ব্যক্তি তার ব্যাগ টেনে নেয়ার চেষ্টা করেন। কিন্তু তিনি উল্টো ব্যাগ টেনে ধরার কারণে মোটরসাইকেলের ব্যক্তি তখন জলদি করে চলে যায়। তিনি মোটর সাইকেলের নাম্বার প্লেট দেখার চেষ্টা করলে ‘ঢাকা মেট্রো গ-২২’ দেখতে পান। দূর্ভাগ্যবশত দ্রুত মোটরসাইকেল চলে যাবার কারণে তিনি সম্পূর্ণ নাম্বার নোট করতে পারেননি।



মন্তব্য চালু নেই