সিনেমা নয় বাস্তব! (ভিডিও)

সাম্প্রতিক সময়ে যতগুলো প্রযুক্তিপণ্য উদ্ভাবন করা হয়েছে, তার মধ্যে জনপ্রিয়তায় প্রথম সাঁরিতে রয়েছে হোভারবোর্ড। স্বল্প দূরত্ব পাড়ি দিতে এই যন্ত্রটি প্রশংসার দাবী রাখে।

হলিউডের বেশ কয়েকটি চলচ্চিত্রে প্রথম দেখানো হয়েছিল, হোভারবোর্ড। যা বর্তমানে বাস্তবেই রয়েছে। সম্প্রতি ‘ফ্লাইবোর্ড’ নামক নতুন ধরনের হোভারবোর্ড তৈরি করে শোরগোল ফেলে দিয়েছে ফ্রান্সের জেট স্কি চ্যাম্পিয়ান ফ্রাংকি জাপাতা। কেননা এই হোভারবোর্ডটির মাধ্যমে ভূপৃষ্ঠের ওপরে উড়ে চলাচল করা যায়।

এ ধরনের ফ্লাইবোর্ডও এতদিন সিনেমার দৃশ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার তা আর সিনেমার দৃশ্য নয়, বরঞ্চ বাস্তব।

ফ্রাংকি তার তৈরি ফ্লাইবোর্ডের মাধ্যমে সম্প্রতি মাটি থেকে ৩০ মিটার উচ্চতায় চলাচল করে দেখিয়েছেন এবং সেই ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে।

ফ্রাংকি জানিয়েছেন, তার তৈরি ফ্লাইবোর্ডটি মাটি থেকে ১০ হাজার ফিট উচ্চতায় টানা ১০ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই