সিনেমা হল বানাচ্ছে সৌদি আরব!

প্রথমবারের মত সিনেমা হল বানাতে চলেছে মধ্যপ্রাচ্যের অন্যতম রক্ষণশীল দেশ সৌদি আরব। দেশের প্রথম প্রেক্ষাগৃহ নির্মিত হবে রাজধানী রিয়াদে।

স্থানীয় আল আরাবিয়া সংবাদপত্র জানিয়েছে, সৌদি আরবের সিনেমা কমিটি রিয়াদে দেশের প্রথম সিনেমা হলটি নির্মাণের ব্যাপারে প্রাথমিকভাবে সমঝোতামূলক একটি চুক্তিতে সই করেছে। তবে ওই হলটিতে কেবল ইসলামি ঐতিহ্যবাহী এবং সৌদি আরবের মূল্যবোধের ওপর নির্মিত চলচ্চিত্রই প্রদর্শিত হবে।

এতদিন ধরে ধর্মীয় কারণেই দেশটিতে কোনো সিনেমা হল নির্মান করা হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরেই সিনেমা হলের দাবিতে সোচ্চার রয়েছে দেশটির যুব সম্প্রদায়। তাদের দাবি মেনে নিয়েই প্রথমবারে মত হল নির্মানে সম্মত হয়েছে সৌদি সরকার।

সৌদি আরবে শনিবার প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিয়েছেন নারীরা। ওই পৌরসভা নির্বাচনে প্রার্থী হিসেবেও নারীরা অংশও নিয়েছিল। এ পর্যন্ত ২০ নারী পৌরসভার সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এরপরই সিনেমা হল নির্মাণের মত বৈপ্লবিক ঘোষণা দিল সৌদি সরকার।



মন্তব্য চালু নেই