সিপিএলের দ্বিতীয় ম্যাচে উইকেটশূন্য সাকিব

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দলকে চ্যাম্পিয়ন করে ক্যারিবিয়ান ক্রিকেট লিগ (সিপিএল) মাতাতে গেছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। একমাত্র বাংলাদেশি হিসেবে সিপিএলের দুই আসরে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের। প্রথম ম্যাচে ১ উইকেটের পর দ্বিতীয় ম্যাচে উইকেটশূন্য থাকলেন সাকিব আল হাসান।

জ্যামাইকা তালাওয়াসের হয়ে দ্বিতীয় ম্যাচে বল হাতে মাত্র ২ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন সাকিব। ২ ওভারে দিয়েছেন ২৬ রান। ম্যাচের দ্বিতীয় ওভারেই সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক গেইল। কিন্তু তেমন সুবিধা করতে পারেননি তিনি। ম্যাককালাম ২ চার এবং ১ ছয়ে নেন ১৪ রান।

নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ ওভারে বল করতে এসে আবারো ম্যাককালাম তাণ্ডবের সামনে পড়েন সাকিব। ওভারে চারটি বল ডট দিলেও তার বলে দুটি ছক্কা হাঁকান এই কিউই ব্যাটসম্যান। বোলিং অতটা জুতসই না হওয়ায় তাকে আর বোলিংয়ে আনেননি গেইল।

ব্যাট হাতেও দলের হয়ে নামার সুযোগ পাননি সাকিব। কেননা গেইলের সেঞ্চুরিতে তার দল ১০ বল হাতে থাকতেই ৩ উইকেট হারিয়ে ১৯১ রান টপকে জিতে যায়। এটি সাকিবের জ্যামাইকার টানা দ্বিতীয় জয়।



মন্তব্য চালু নেই