সিরাজগঞ্জের কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের ঘর-বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের পর এবার সিরাজগঞ্জের কালি মন্দিরের দুটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার গভীর রাতে সদর উপজেলার ফুলকোচা গ্রামের মন্দিরে এ প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বাসুদেব সিনহা জানান, রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ফুলকোচা কালিমন্দিরের দুটি প্রতিমার মাথা কেটে নিয়ে যায়। রোববার সকালে স্থানীয়রা মাথা কাটা প্রতিমা দেখে পুলিশে খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন. উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রেনজন চাম্বুগং, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. সুকুমার চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু প্রতিমা ভাঙচুরকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান।



মন্তব্য চালু নেই