সিরাজগঞ্জে বিভিন্ন নকল ভোগ্যপণ্যের কারখানার সন্ধান

সিরাজগঞ্জে বিভিন্ন নকল ভোগ্যপণ্য ও কাঁচামালসহ কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ওই কারখানার ম্যানেজার আবুল কালাম ও সুপারভাইজার ফরিদুল ইসলামকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে পৌর এলাকার কুশাহাটা মহল্লায় ‘নাভানা ফুড অ্যান্ড কেমিকেল’ নামে এ কারখানার সন্ধান পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় ফিল্ড অফিসার গোবিন্দ ঘোষ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন জানান, নাভানা ফুড অ্যান্ড কেমিকেল নামে ওই কারখানা থেকে দেশি-বিদেশি নাম করা কোম্পানির মোড়ক ব্যবহার করে নকল সাগরিকা নারিকেল তেল, রীন ডিটারজেন্ট পাউডার, রীনা সরিষার তেল, টাইড প্লাস ও ললিপপ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ওই কারখানার সব মালামাল জব্দ ও দুই কর্মচারীর জেল-জরিমানা করা হয়। তবে কারখানার দু’ মালিক মোতালেব হোসেন ও ইসমাইল হোসেন পলাতক রয়েছেন। এ সময় কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।



মন্তব্য চালু নেই