সিরাজগঞ্জে ভটভটি উল্টে আহত ২ জনের মৃত্যু

সিরাজুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে বৃহস্পতিবার দুপুরের পর শ্যালো ইঞ্জিনচালিত ভুটভটি উল্টে গুরুত্বর আহত ১৩ জনের মধ্যে ২জন চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছে। নিহতরা হলো-উপজেলার সুবর্নসাড়া গ্রামের চান মিয়ার ছেলে শাহ আলম (২৫) ও কামারপাড়া গ্রামের স্বামী পরিত্যক্তা রাহেলা খাতুন (৫৫)।

বেলকুচি থানার উপ-পরিদর্শক আজাদ রহমান জানান, যাত্রীবোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ভুটভটিটি বেলকুচি থেকে তাড়াশের হান্ডিয়াল নওগাঁ মাজারের ওরসে যাচ্ছিল। সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের উপজেলার সুবর্নসাড়ার কাছে পৌছলে ভুটভটির সামনে চাকা ভেঙ্গে রাস্তার উপর উল্টে যায়। এতে ভুটভুটির নীচে পড়ে নারী-পুরুষসহ ১৩জন গুরুত্বর আহত হয়। আহতদের বেলকুচি ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ২টার দিকে বেলকুচি স্বাস্থ্যকমপ্লেক্সে রাহেলা খাতুন ও দশটার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে শাহ আলম মারা যায়। হাসপাতাল থেকেই লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে বলে এই কর্মকর্তা জানিয়েছে



মন্তব্য চালু নেই