সিরিজ জয়ে উত্তাল টিএসসি

বাংলাদেশের অবিস্মরণীয় সিরিজ জয়। ভারতের বিপক্ষে প্রথম সিরিজ জয়। বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রত্যাশা যেন এটাই ছিল। আজ তার বাস্তব রূপ পেল। আনন্দে মাতোয়ারা সবাই। খুশি সারা দেশের মানুষ। আর এ আনন্দের মাত্রাকে ভাগাভাগি করে নিতে টিএসসিতে ভিড় করতে শুরু করেছে সারা রাজধানীর মানুষ।

উত্তাল সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুহূর্তে টিএসসি হয়ে উঠে জনসমুদ্র। সবার মুখে জয়সূচক হাসি।

সাব্বিরের ব্যাটে শেষ চারের মারের সঙ্গে সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন হল থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। সবাই এসে ভিড় জমায় টিএসসিতে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে মোটরবাইকে স্লোগান দিতে দিতে টিএসসিতে আসে সবাই। অনেকের হাতে জাতীয় পতাকা। চলছে বিজয়সূচক গানও। সবার মুখে স্লোগান বাংলাদেশ, বাংলাদেশ।

আনন্দ করছিলেন রাজধানীর ফার্মগেট থেকে আসা মৌমিতা মিম। তিনি বলেন, ‘সত্যিই কী যে মজা লাগছে বলে বুঝাতে পারবো না। বাংলাদেশ যে এভাবে জিতবে ভাবতে পারিনি। অভিনন্দন বাংলাদেশ। অভিনন্দন টাইগাদের।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের এ অবিস্মরণীয় সূচনার জন্য সত্যিই গর্বে বুকটা ভরে গেল। এমন একটি সিরিজ জয়ে আমার কেমন আনন্দ লাগছে সেটি বলে বুঝাতে পারবো না। আসলে জয়টা টাইগারদেরই ছিল এবং টাইগাররাই পেয়েছে। অভিনন্দ বাংলাদেশ।’



মন্তব্য চালু নেই