সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের বিপরীত শর্ত

জেনেভায় সিরিয়া শান্তি আলোচনার আগে সরকার এবং বিদ্রোহী দলগুলো আলোচ্য সূচিতে নিজেদের শর্ত পূরণের দাবি জানিয়েছে।

সিরিয় সরকার প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রেখে এবং বিদ্রোহীরা আসাদকে বাদ দিতে প্রেসিডেন্ট নির্বাচনের শর্ত আরোপ করেছে।

মঙ্গলবার জেনেভার শান্তি আলোচনায় সিরিয়ার সরকার প্রেসিডেন্ট আসাদের ক্ষমতা থেকে সরে যাবার বিষয় আলোচ্য সূচিতে না রাখার ঘোষণা দিয়েছে।

অন্যদিকে শান্তি চুক্তির পরও বিদ্রোহী অবস্থানে সিরীয় বিমান হামলা ও সংঘর্ষের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বিদ্রোহীরা একটি বিমান ভূপাতিত করারও দাবি করেছে।



মন্তব্য চালু নেই