সিলেটে বিমানের ইঞ্জিনে পাখি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানকালে বাংলাদেশ বিমানের ইঞ্জিনে হঠাৎ একটি পাখি ঢুকে পড়ায় ওই বিমানের চারটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে আটকা পড়েন ৫৮ যাত্রী।

ওসমানী বিমান বন্দরের ম্যানেজার হাবিব আহমদ এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০৫২) দুবাই থেকে সিলেট অবতরণ করে সকাল ৭টা ০৭ মিনিটে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর টার্মিনালে অবস্থানকালে একটি পাখি বিমানের ডানদিকের ইঞ্জিনে ঢুকে পড়ে। এতে বিমানের চারটি ব্লেড ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লাইটটি ঢাকা যাওয়ার কথা থাকলেও ওসমানীতে আটকে থাকে জানিয়ে হাবিব আহমদ বলেন, ‘সিলেট-ঢাকা আন্তর্জাতিক ও অব্যন্তরীণ মিলে ৫৮ যাত্রী নিয়ে সিলেট থেকে ঢাকা যাওয়ার কথা ছিল বিমানটির। দুপুর ২টার দিকে ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এনে বিমানটি মেরামত করা হয়। এর আগে অন্য ফ্লাইট দিয়ে যাত্রীদের ঢাকা পৌঁছানো হবে।’



মন্তব্য চালু নেই