সিসিইউ থেকে ওয়ার্ডে ফিরেছেন দিতি

বাংলা সিনেমার গুণী অভিনেত্রী দিতিকে সিসিইউ থেকে ওয়ার্ডে ফিরেছেন। তিনি ভারতের চেন্নাইয়ের এমআইওটি (মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাঁর শারীরিক অবস্থা আগের থেকে ভালো। আর এ কারণে তাঁকে বুধবার রাতে তাকে ডাক্তারের পরামর্শেই সিসিইউ থেকে ওয়ার্ডে নেয়া হয়েছে। আর এ তথ্য জানিয়েছেন তার মেয়ে লামিয়া চৌধুরী।

এর আগে দিতিকে কৃত্রিম উপায়ে শ্বাস নিতে হয়েছে। তবে এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন। এর আগে রোববার দুপুরে দিতির ছেলে শাফায়েত চৌধুরীও গণমাধ্যমে কিছুটা আশার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, মায়ের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা দিতি ব্রেনটিউমারে আক্রান্ত হয়ে ২৭ জুলাই চেন্নাই-এর একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। এর কয়েকদিন পর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে আবার চেন্নাইয়ের এমআইওটি হাসপাতালে ভর্তি করা হয়।



মন্তব্য চালু নেই