সীতাকুণ্ডে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংর্ঘষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড হাইওয়ে পুলিশের ওসি ফাহমিদ।

ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনার দায়িত্বে থাকা কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আব্দুল্লাহ হারুন পাশা বলেন, ‘ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা বাজার এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত এক বাসযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ১০ জন। এছাড়া কমবেশি সব বাসযাত্রীই আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।’

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াআড়ি ভাবে পড়ে থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান আব্দুল্লাহ হারুন। তিনি বলেন, ‘আমরা গাড়ি দুটি অপসারণের কাজ চালিয়ে যাচ্ছি’।



মন্তব্য চালু নেই