সীমান্তে মিলল কোটি টাকার কস্তুরি

জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তে এলাকা থেকে কোটি টাকা মূল্যের ৫২টি কস্তুরি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার কয়া সীমান্তের রামভদ্রপুর এলাকা থেকে এসব কস্তুরি/মৃগনাভি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, রাত দেড়টার দিকে চোরাই পথে ভারত থেকে পাচার করে আনার সময় সীমান্তসংলগ্ন রামভদ্রপুর মাঠ থেকে ৫২টি হরিণের কস্তুরি উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মৃগনাভি জয়পুরহাট বিজিবি-৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা দেয়া হয়েছে।

জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল আবদুর খবির সরকার বলেন, উদ্ধার করা প্রতিটি কস্তুরির মূল্য দুই লাখ টাকা করে ধরা হয়। সে অনুযায়ী উদ্ধার হওয়া মৃগনাভির মোট দাম এক কোটি চার লাখ টাকা হতে পারে।



মন্তব্য চালু নেই