সীমান্ত পেরিয়ে ভেসে এল বেলুন! তবে কি যুদ্ধের বার্তা?

ভারতের উদ্দেশে কটুক্তিজনক বার্তা নিয়ে পাকিস্থান থেকে ভেসে এল কমপক্ষে ৩ ডজন বেলুন। সীমান্তরেখা পেরিয়ে আসা বেলুনগুলির প্রায় সবকটি থেকেই উর্দুতে লেখা চিঠি পাওয়া গিয়েছে। পঞ্জাব বর্ডার থেকে শনিবার বেলুনগুলিকে উদ্ধার করে বিএসএফ জওয়ানরা।

বিএসএফ জানিয়েছে, বেশিরভাগ বেলুন পাওয়া গিয়েছে পাঠানকোট এবং অমৃতসরের আউটপোস্ট থেকে। বেলুনের সঙ্গে আটকানো চিঠিগুলি প্রধানত ভারতীয় মহিলা এবং সেনাবাহিনীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যে পরিপূর্ণ। অনেকগুলি আবার লেখা হয়েছে তৎকালীন ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদক্ষেপগুলিকে নিয়ে বিদ্রুপ করে।

এক বিএসএফ জওয়ান একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা ঘটনাটিকে বেশ গুরুত্ব দিচ্ছি। বেলুনগুলি ৮-১০ কিমির উচ্চতায় উড়ছিল। এবং পাকিস্তানের আউটপোস্টের উপর দিয়েই ভারতে এসে পৌঁছেছে। স্বাভাবিকভাবেই আউটপোস্টে থাকা সেনাবাহিনীর চোখে পড়া উচিত। তাঁরা যদি দেখার পরেও এই নোংরা বার্তায় পরিপূর্ণ বেলুনগুলিকে ভারতে আসতে দিয়েছে, তবে বলতে হয় বিষয়টি অতটাও সোজা নয়। এর পিছনে বড় চক্রান্ত রয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, ‘কিছু বেলুন অবশ্য অনেক উচ্চতা দিয়ে উড়ে এসেছে। সাধারণত যে উচ্চতায় হেলিকপ্টার চলাচল করে, বেলুনগুলি তার চেয়েও উচ্চতায় অবস্থান করছিল।’



মন্তব্য চালু নেই