সীমান্ত হত্যাকাণ্ডে যৌথ তদন্ত হবে

বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে, তা বিজিবি ও বিএসএফ যৌথভাবে তদন্ত করা হবে।

সোমবার সকাল পৌনে ৯টার দিকে পিলখানায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, গত ১১ মে থেকে ১৫ মে পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের বিজিবির মহপরিচালক পর্যয়ের সম্মেলন চলছে। এর মধ্যেই গত ১৪ মে বাংলাদেশের চুয়াডাঙ্গ সীমান্তে এক বাংলাদেশি আম ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।



মন্তব্য চালু নেই