সীমান্ত ‍ও পানিসমস্যা সমাধানের আশ্বাস মোদির

তিস্তা নদীর পানি বণ্টন চুক্তিসহ সীমান্ত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাঠমান্ডুর হোটেল সল্টিতে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেন তিনি।

প্রায় ৪০ মিনিটের বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী ভারতের বর্ধমানে বিস্ফোরণ, জঙ্গি ইস্যুসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন।

বৈঠকে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তার পানি বণ্টন বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করার ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

বৈঠকে দুই দেশের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

নেপাল ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও ভুটান সফররত শেখ হাসিনার বৈঠক হতে পারে।

সার্কভুক্ত আটটি দেশের রাষ্ট্র বা সরকারপ্রধানদের উপস্থিতিতে বুধবার সকালে নেপালের রাজধানী কাঠমান্ডুর সিটি হলে সংস্থাটির শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মালদ্বীপের প্রেসিডেন্ট ও সার্কের বিদায়ি চেয়ারপারসন আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম সম্মেলনের উদ্বোধন করেন।



মন্তব্য চালু নেই