সুইডেনে চালু হলো দিনে ছয় ঘণ্টা কাজ

উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মীদের খুশি করার জন্য দিনে ৬ ঘন্টা কাজের সিদ্ধান্ত নিল সুইডেন।ইতোমধ্যেই সেখানকার বেশ কিছু সংস্থায় দৈনিক ছয় ঘণ্টা করে কাজ করা শুরু করেছে। কলকাতার সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

আলস্য দূর করে কর্মীরা যাতে আরও উৎপাদনশীল হয় এবং পরিবারের সঙ্গে যাতে আরও মজা করে ব্যক্তিগত সময় কাটানোর সুযোগ পায়, তাই এই সিদ্ধান্ত।

প্রদিবেদন থেকে জানা যায়, গবেষণায় দেখা গেছে, সপ্তাহে ৩০ ঘণ্টা কাজ নিয়োগকর্তা ও কর্মী উভয়ের জন্যই উপকারী। ১৩ বছর আগে সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গের টয়োটা সার্ভিসে প্রচলিত ছয় ঘণ্টা কর্মদিবস। সেই সময় এই প্রথা কর্মীদের খুশি করে কোম্পানিকে বেশি পরিমাণ লাভ এনে দিয়েছিল।

তবে দিনে ছয় ঘণ্টা কাজ এখনও সব জায়গায় চালু হয়নি। কিছু হাসপাতালের ডাক্তার, নার্স ছয় দিনে কর্ম দিবসের পদ্ধতি শুরু করেছে।



মন্তব্য চালু নেই