‘সুখ কোনো অ্যাপ নয়’

ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস কিশোর-কিশোরীদের উদ্দেশে বলেছেন, সুখ স্মার্টফোনের কোনো অ্যাপ নয় যে মন চাইলেই ডাউনলোড করে নেওয়া যায়।

রোববার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে কিশোর-কিশোরীদের জমায়েতে এ কথা বলেন তিনি। ১৩ থেকে ১৬ বছরের প্রায় ৭০ হাজার কিশোর-কিশোরী জমা হয়েছিলে পোপের এই বক্তব্য শোনার জন্য।

পোপ বলেন, ‘ তোমাদের সুখ অমূল্য। এটি দাম দিয়ে কেনা যায় না। এটা কোন অ্যাপ নয় যে তুমি তোমার ফোনে ডাউনলোড করে নিলে অথবা এর আপডেট তোমাকে স্বাধীনতা ও ভালোবাসায় আড়ম্বর এনে দেবে।

তিনি বলেন, ‘যারা আসল সম্পদ থেকে তোমাদের বিচ্ছিন্নের চেষ্ট করে এবং প্রচুর সম্পদ থাকলে জীবন অনেক সুন্দর হয় বলে তোমাদের বিভ্রান্তের চেষ্টা করে তাদের বিশ্বাস করো না। তাদের প্রতি সংশয় প্রকাশ কর, যারা তোমাদের বিশ্বাস করাতে চায়, সিনেমার নায়কদের মতো তুমি যখন রুক্ষ আচরণ করবে অথবা নতুন ফ্যাশনের জামাকাপড় পরবে তখনই তুমি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।



মন্তব্য চালু নেই