সুজুকির ৫৬ হাজার রুপির স্কুটার

সাধ্যের মধ্যে সাধ মেটাতে সাশ্রয়ী দামের স্কুটার ভারতের বাজারে আনতে যাচ্ছে সুজুকি। এটির মডেল অ্যাক্সেস ১২৫।

স্কুটারের বাজারে এবার পাকাপাকি ভাবে পা রাখার পরিকল্পনা নিয়ে আসছে সুজুকি। তারা ভারতের বাজারে ছাড়তে প্রস্তুত অ্যাক্সেস ১২৫।

দিল্লিতে এক্স-শোরুম দাম ধার্য্য করা হয়েছে ৫৬ হাজার রুপি। অর্থাৎ আপনার হাতের মুঠোয়। কি কি স্পেসিফিকেশন আছে এই স্কুটারে? এক ঝলকে দেখে নেওয়া যাক।

স্কুটারটিতে ১২৫ সিসির ফোর স্ট্রোক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটির ফুয়েল ট্যাঙ্ক ৬ লিটারের। স্কুটারটির ওজন ১১২ কেজি।

এটির পিক টর্ক ৯.৮ এনএম। এতে এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সংযোজন করা হয়েছে।

স্কুটারটির টায়ার ১০ ইঞ্জির। ইলেকট্রিক ও কিক, দুভাবেই স্কুটারটিতে স্ট্যার্ট করা যায়।

মাইলেজ প্রতি ঘণ্টায় ৫০ কিমি থেকে ৫৫ কিলোমিটার ।

বাংলাদেশেও এই স্কুটারটি পাওয়া যাবে। তবে দাম হবে কয়েকগুণ।



মন্তব্য চালু নেই