সুদূর ভারতে এসে হাতি-গণ্ডার ছানাকে দুধ খাওয়ালেন ব্রিটিশ রাজদম্পতি

ভারত সফরে রয়েছেন ব্রিটিশ রাজকুমার উইলিয়াম ও রাজকুমারি কেট মিডলটন। দেশটির আসাম রাজ্যে সফর করেন রাজদম্পতি। সকালে জঙ্গল সাফারি থেকে শুরু করে বিকেল পর্যন্ত চা-বাগানে ঘোরা, বিহু নাচের অনুষ্ঠান। তার পর জঙ্গল রিসর্টে ফিরে সবে একটু বিশ্রাম নিতে বসেছেন। এমন সময়ে দুলে উঠল পায়ের তলার মাটি।

কাজিরাঙা অভয়ারণ্যের যে রিসর্টটিতে উইলিয়াম-কেট রয়েছেন, সেটি কাঠের এক তলা বাড়ি। অভয়ারণ্য সূত্রে জানা গেছে, বুধবার সন্ধের ভূমিকম্পে প্রথমে একটু ঘাবড়ে গেলেও একটু পরে নিজেদের সামলে নেন। রাতে দিল্লির ব্রিটিশ দূতাবাস সূত্রেও জানানো হয়েছে, উইলিয়াম-কেট ঠিক আছেন। তাঁদের সফরসূচিও বদলাচ্ছে না।

সকাল শুরু হয়েছিল জিপ সাফারি। খোলা জিপে গণ্ডার, মোষ, হরিণ আর পাখি দেখা। দুপুরে নামঘরে প্রার্থনা, বিহু। পরে, পশু উদ্ধার কেন্দ্র ও হাতি ক্লিনিক সফর। গণ্ডারশাবক আর হাতিশাবককে দুধ খাওয়ানো। কাজিরাঙার দ্বিতীয় দিনের সফরকে এক কথায় ‘ইনক্রেডিবল’ বলছেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ।



মন্তব্য চালু নেই