সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিরতণ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৭শ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনও (ভারপ্রাপ্ত) হাবিবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা-কৃষিবিদ রাশেদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আইরিন আসাদ, কৃষি সম্প্রসারণ অফিসার রাশিদুল কবির প্রমূখ। উল্লেখ্য, কৃষি পুণর্বাসন ও প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামুল্যে বন্যায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই