সুন্দরগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল থেকে এ পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৮ জন রোগী এই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। এপর্যন্ত যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তারা হলেন-শুভ চন্দ্র (১ বছর ৫ মাস), আবিশা আক্তার (১০ মাস), মাহমুদুর রহমান (১০ মাস), মিম আক্তার (আড়াই বছর), শফিউল ইসলাম (১০ মাস), মনির বাবু (৩), লুৎফর রহমান (৫০) ও তারা মিয়া (২৫)। এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার জসিম উদ্দীনসহ একাধিক সূত্র জানায়, সময় বাড়ার সঙ্গে-সঙ্গে বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। তবে ঘাবরানোর কিছুই নেই। পর্যাপ্ত ঔষুধপত্রসহ খাবার স্যালাইন মজুদ রয়েছে। প্রয়োজনে চাহিদা অনুযায়ী সরবরাহ মিলবে।



মন্তব্য চালু নেই