সুন্দরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধ করণ বিষয়ে অভিভাবক সমাবেশ

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধ করণ বিষয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়ন পল্লী সমাজ সংগঠনের সভা প্রধান জয়িতা রমিছা বেগমের সভাপতিত্বে ব্র্যাক’র সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচীর সহযোগিতায় সংগঠনটির কার্যালয় প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচীর প্রতিনিধি সাধনা রাণী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন – তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নূরানী বেগম, মাসুদা ইয়াসমিন, শরীফা আক্তার, আখি বেগম, আকলিমা বেগম, রোশনা বেগম প্রমূখ।

এর আগে বাংলাদেশ এমআইওয়াইসিএন ফরটিফিকেশন প্রোগ্রামের সহযোগিতায় ব্র্যাক’র স্বাস্থ্য পুষ্টি ও জন সংখ্যা কর্মসূচীর আয়োজনে শিশুর পারিবারিক খাবারের পুষ্টিমান বাড়ানোর উপায় হিসেবে শিশুর পুষ্টি বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত সামাজিক ক্ষমতায়ণ কর্মসূচীর ব্যবস্থাপনায় ওরিয়েন্টেশনে সংশ্লিষ্ট বিষয়ে দিক নির্দেশনায় ছিলেন- বাংরাদেশ এমআইওয়াইসিএন’র প্রতিনিধি ঝর্ণা আক্তার ও হুমাইয়ারা পারভীন।



মন্তব্য চালু নেই