সুন্দরগঞ্জে বিদ্যালয় স্থানান্তর না করার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চর কানিচরিতা বাড়ির হরিপুর বিএসএম বালিকা উচ্চ বিদ্যালয়টি নদী ভাঙনের কারণ দেখিয়ে পার্শ¦বর্তী চন্ডিপুর ইউনিয়নে পাঁচপীর বাজারে স্থানান্তর করার যড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে স্থানান্তর না করার দাবীতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

রবিবার সকালে বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহির উদ্দিন মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমান, সদস্য ফজল হক মুন্সি, শিক্ষার্থীদের পক্ষে নবম শ্রেণীর শিক্ষার্থী মনি আক্তার, জেসমিন আক্তার প্রমূখ।

বক্তরা বলেন বিদ্যালয়টি পূর্বের স্থানে ফিরিয়ে চরাঞ্চলের অবহেলিত শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত হয়েছে। এ কারণে বিদ্যালয়টি আর যাতে কোন জায়গায় স্থানান্তর করা না হয় এর দাবীতে এলাকার সুধীজন, শিক্ষানুরাগী, শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধনে অংশ নেয়।



মন্তব্য চালু নেই