সুন্দরগঞ্জ উপজেলায় ১’শ ২৮ মন্ডপে শারদীয় দুর্গোৎসব

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে ১’শ ২৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব। জানা যায়, আগামী শুক্রবার (৭ই অক্টোবর) ষষ্ঠী কল্পারঙ্গের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এর পরবর্তী মঙ্গলবার বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। ইতোমধ্যে মন্ডপগুলোতে প্রতীমা তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে রং লাগানোর কাজ। এ উপলক্ষ্যে বর্ণিল সাজে সাজানো হচ্ছে পূজা মন্ডপগুলো। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিকভাবে প্রস্তুতি সম্পন্নের প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)- মুহাম্মদ হাবিবুল আলম বলেন- শারদীয় দূর্গোৎসব সু-সম্পন্নের লক্ষ্যে প্রশাসনিক নজরদারি থাকবে। মর্মে আগামী রবিবার (২ই অক্টোবর) উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি- দীপক কুমার বাবলু শারদীয় দূর্গোৎসব যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে সকলের সার্বিক-সহযোগিতা কামনা করছেন।



মন্তব্য চালু নেই