সুন্দরবনে আবারো আগুন

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় আবারো আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। এনিয়ে গত প্রায় এক মাসে ধানসাগর স্টেশন এলাকায় চারবার আগুনের ঘটনা ঘটল।

চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেন জানান, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে ধানসাগর সাগর স্টেশনের বনকর্মীরা ধানসাগর স্টেশনের পাশে আড়ুয়াদেড় এলাকায় ধোঁয়ার কু-লী দেখতে পায়। পরে তারা তা নেভানোর কাজ শুরু করেছে। তবে এই আগুন কখন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত করে তিনি বলতে পারেননি। তিনি ঘটনাস্থলে রওনা হয়েছেন। সেখানে পৌঁছে আগুনের ধরন বুঝে পরবর্তী করণীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

এর আগে গত ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প, পঁচাকোড়ালিয়া ও নাপিতখালী বন এলাকায় আগুনের জন্য বনবিভাগ স্থানীয় কয়েক দুর্বৃত্তকে দায়ী করে। এ ঘটনায় পৃথক দুটি মামলা করে বনবিভাগ। তবে এখনো তাদের ধরা যায়নি।



মন্তব্য চালু নেই