সুন্দরবনে বাঘের সংখ্যা ১৮২, বাংলাদেশে ১০৬

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে মোট বাঘের সংখ্যা ১৮২টি। এরমধ্যে বাংলাদেশ অংশে রয়েছে ১০৬টি এবং ভারত অংশে রয়েছে ৭৬টি। বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত যৌথ বাঘ শুমারির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের ন্যাশনাল টাইগার কনভেনশন অথরিটি এবং বাংলাদেশ বন বিভাগ এই শুমারির আয়োজন করে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারদের আবাসস্থলের জন্য ঝুঁকিপূর্ণ।

প্রতিবেদনে আরো বলা হয়, শুধু মানুষের আগ্রাসন নয়, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সুন্দরবনে হুমকির সম্মুখীনে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। এছাড়া সুন্দরবনের মধ্যদিয়ে বিভিন্ন পণ্যবাহী যেমন তেল, কয়েল, সিমেন্টবাহী জাহাজ ও কার্গো চলাচলও বাঘের জন্য হুমকি।

উল্লেখ্য, ২০০৪ সালের সর্বশেষ শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৭৯০টি। এরমধ্যে বাংলাদেশে ছিল ৪৪০টি এবং ভারতে ৩৫০টি। এছাড়া ১৯৭৩ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ১৭০ বর্গ কিলোমিটার উপকূলীয় বনভূমি হারিয়েছে সুন্দরবন। সূত্র: ডিএনএ ইন্ডিয়া অনলাইন।



মন্তব্য চালু নেই