সুন্দরীদের নজর কাড়তে চাইলে রসুন খান

নারীদের দৃষ্টি আকর্ষণ বাড়াতে চাইলে পুরুষকে রসুন খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। যেসব পুরুষ রসুন খান তাদের ঘামের গন্ধ নারীদের বেশি আকর্ষণ করে।

গবেষকরা বলেছেন, রসুন খাওয়ার ফলে যে ধরনের গন্ধ তৈরি হয় তা নারীরা পছন্দ করে। এটি একটি উচ্চ পুষ্টি সম্পন্ন শস্য। যা বগলের ঘাম তৈরি করে।

স্কটল্যান্ডের স্টারলিং বিশ্ববিদ্যালয় ও চেক প্রজাতন্ত্রের চার্লস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, রসুনে জীবাণু, সংক্রামক রোগ, ফাংগাস প্রতিরোধকারী উপাদান রয়েছে। তাছাড়া, এটি সর্দি, উচ্চ রক্তচাপ এবং ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। রসুনের ব্যাকটেরিয়া প্রতিরোধী উপাদান ঘামের দুর্গন্ধের জন্য দায়ী জীবাণুকে নষ্ট করে সুগন্ধ তৈরি করে।

গবেষকরা জানায়, নিঃশ্বাসের গন্ধ সামাজিক মিথস্ক্রিয়া তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু মানব শরীরের বগলের ঘামের গন্ধও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখে।

গবেষকরা আরও বলেন, আমাদের গবেষণার দেখা গেছে, রসুন আমাদের শরীরে ভাল গন্ধ তৈরি করে। সম্ভবত আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানের কারণে।



মন্তব্য চালু নেই