সুপ্রীম কোর্টে প্রথম রেজিস্ট্রার জেনারেল

বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রথম বারের মতো রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।

সুপ্রীম কোর্টের সাবেক রেজিস্ট্রার সিনিয়র জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনুল ইসলামকে রবিবার প্রেষণে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সুপ্রীম কোর্টের আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সৈয়দ আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রেষণে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে নিয়োগ দান করেছেন।

এর আগে, গত ৯ জুন সুপ্রীম কোর্টে রেজিস্ট্রার জেনারেলসহ নতুন নয়টি পদ সৃষ্টি সংক্রান্ত সরকারি মঞ্জুরির চিঠি সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার বরাবর মন্ত্রণালয় থেকে পাঠানো হয়।

আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কায়সারুল ইসলাম এ চিঠি পাঠান।

নয়টি পদ হলো- সুপ্রীম কোর্টের জন্য একজন রেজিস্ট্রার জেনারেল, তার একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, চালক ও অফিস সহায়ক এবং হাইকোর্ট বিভাগের জন্য একজন রেজিস্ট্রার, তার ব্যক্তিগত কর্মকর্তা, গাড়ি চালক ও অফিস সহায়ক।

গত ১০ ফেব্রুয়ারি এসব পদসহ মোট ১১টি নতুন পদ সৃজনের প্রস্তাব দিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।



মন্তব্য চালু নেই