প্রথম ধাপের ইউপি নির্বাচন কাল

সুষ্ঠু ভোটগ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে : সিইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।

আজ সোমবার বিকালে নির্বাচন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সিইসি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশন সবধরনের প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে। নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যেন কারো পক্ষে কাজ না করে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, আপনারা নির্ভয়ে ভোট দিন। তিনি সুষ্ঠু ভোটগ্রহণে প্রার্থী, তাদের সমর্থক এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।

প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সাংবাদিকদের প্রতি বিশেষভাবে সহযোগিতার আহ্বান জানান।

কেউ অবৈধভাবে হস্তক্ষেপ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ দেন সিইসি।



মন্তব্য চালু নেই