সূর্যের আলোতে চলবে ৬ জিবি র‌্যামের ফোন

চীনের হ্যান্ডসেট নির্মাতা ভিভো মার্চের শুরুতেই বাজারে আনছে ৬ জিবি র‌্যামের একটি স্মার্টফোন। ফোনটির মডেল এক্স-প্লে ৫ । এই ফোনটির বিশেষত্ব হচ্ছে এতে সোলার চার্জি টেকনোলজি থাকছে। ফোনের ব্যাকে থাকবে সোলার প্যানেল। ফলে দিনের বেলায় ফোনটির ব্যাটারি স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে।

চীনের এই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে পহেলা মার্চই তাদের নতুন হ্যান্ডসেট মার্কেটে চলে আসছে। আর কোনও কোম্পানির ফোনে এখন ৬জিবি র‌্যাম নেই। ফোনটিতে থাকছে ৮২০ প্রসেসর।

ভিভো এর আগে জানিয়েছে, তাদের এক্স-প্লে স্মার্টফোনটি দু-দিকেই বাঁকানো যাবে। স্যামসাংয়ের এজ সিরিজের স্মার্টফোনগুলিও দু-দিকে এ ভাবেই বাঁকানো যায়।

ফোনটির ডিসপ্ল হবে ৬ ইঞ্চির। এতে থাকছে ১৬ মেগা পিক্সেল ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা হবে ৮ মেগা পিক্সেলের। থাকবে ৪,৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি। এটি অ্যানড্রয়েড মার্সম্যালো অপারেটিং সিস্টেমে চলবে।



মন্তব্য চালু নেই