সৃজনশীলের প্রশ্ন কমানোর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

সৃজনশীল পরীক্ষায় প্রশ্ন সাতটি থেকে কমিয়ে আগের মতো ছয়টি করার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে এই দাবিতে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

সাধারণ ছাত্র সমাজের সমন্বয়কারী সাবিহা খান তুলি জানায়, আসন্ন এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন ছয়টির পরিবর্তে সাতটি করার প্রতিবাদে আন্দোলন করছে তারা।৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ের সমাধান না হলে ৪ তারিখ থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীরা জানায়, আগে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হতো দুই ঘণ্টা ১০ মিনিটে। অথচ এখন একটি প্রশ্ন বাড়ানোর পর মাত্র ১০ মিনিট সময় বাড়ানো হয়েছে।

এদিকে এর আগে আন্দোলনের কারণে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। তবে দুপুর আড়াইটার পর আবার গাড়ি চলাচল শুরু হয়।
এর আগে বেলা ১১টায় শাহবাগ থেকে একটি মিছিল বের হয়ে টিএসসির সামনে দিয়ে প্রেসক্লাবে যায়।



মন্তব্য চালু নেই