সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নেবে সরকার

মাগুরায় যুবলীগ ও ছাত্ররীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই নবজাতকের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শিশুটিকে দেখতে তিনি মঙ্গলবার হাসপাতালে যান।

আহত শিশুর অবস্থার উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সমাজে এমন হিংস্রতা বেড়ে যাওয়া কোনোভাবেই কাম্য হতে পারে না।’

এর আগে সকালে গুলিবিদ্ধ নবজাতক ও তাঁর মা নাজমা বেগমকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি চিকিৎসকদের কাছে মা ও শিশুর শারীরিক অবস্থার খবর নেন।

গত ২৩ জুলাই মাগুরা শহরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তঃস্বত্ত্বা নাজমা বেগম গুলিবিদ্ধ হন। এতে গর্ভে থাকা শিশুর গায়েও গুলি লাগে। ঘটনায় নিহত হন নাজমার চাচা শ্বশুর মোমেন ভূঁইয়া।



মন্তব্য চালু নেই