সেই শ্লীলতাহানি নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ

গণ শ্লীলতাহানি নিয়ে এবার মুখ খুললেন শাহরুখ খান। নববর্ষের রাতে রাস্তায় বেঙ্গালুরুর রাস্তায় গণ শ্লীলতাহানির ঘটনা নিয়ে অভিনেতা থেকে ক্রিকেটার, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

এবার এই নিয়ে শাহরুখ বললেন ‘‌আমাদের উচিত আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দেয়া। আমরা যাঁরা বাব–মা, তাঁদের ঘাড়েই এই দায়িত্ব বর্তায় নিজের ছেলেকে সঠিক শিক্ষা দেয়া। এটা মাথায় রাখা দরকার, নারীদের জন্যই আজ পৃথিবীর আলো দেখেছি আমরা। তাঁদের জন্যই বড় হয়েছি, এখন তাঁদেরকে অপমান করা অন্যায়। আমার মেয়ে আছে, বোন আছে, তাঁরা সকলেই আমার হৃদয়ের কাছে। তাই নারীদের অপমান আমিও সহ্য করতে পারি না। সর্বস্তরের সমস্ত পেশার নারীদেরই সম্মান করা উচিত। কেউ গৃহবধু, কেই চাকরি করেন, এঁদের সকলেরই সম্মান প্রাপ্য। এখনই সেরা সময় এটা বোঝার, যে নারীদের সম্মান করা আমাদের কর্তব্য। আগামী দিনে দেশে এমন ঘটনা যাতে না ঘটে, সেই ব্যবস্থা আমাদের মত বাবা-মা’দেরই করতে হবে। পৃথিবীর শ্রেষ্ট মানুষের মত সম্মান করতে হবে নারীদের। সূত্র: আজকাল



মন্তব্য চালু নেই