সেঞ্চুরির জন্য খেলি না : সাব্বির

টি২০ ফরম্যাটে বাংলাদেশ দলের হার্ড হিটার ব্যাটসম্যান তিনি। খেলে থাকেন তিন নাম্বার পজিশনে। তবে সময়ের দাবিতে যেকোন পজিশনেই ব্যাট হাতে দুর্দান্তরূপে দেখা যায় সাব্বির রহমান রুম্মানকে। এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ইনিংস সর্বোাচ্চ ৪৭ রান করেও দেখেছিলেন দলের হার। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে আরও বেশী রুদ্রমূর্তিতে দেখা গেল তাকে। খেললেন ৫৪ বলে ৮০ রানের এক ঝড়ো ইনিংস। তার ব্যাটেই লঙ্কানদের ২৩ রানে পরাভূত করতে পেরেছে বাংলাদেশ। যা টি২০ ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের প্রথম জয়। ফলে প্রশংসার বৃষ্টিতে সিক্ত হচ্ছেন সাব্বির।

তবে এদিন বাংলাদেশের এই ডানহাতি টপঅর্ডার যখন আউট হন তখনো ম্যাচের ৩ ওভার বাকী ছিল। কিন্তু চামারার বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচআউট হয়ে সাজঘরে ফেরেন সাব্বির। অথচ ক্রিজে টিকে থাকতে পারলে বাংলাদেশের প্রথম টি২০ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিটা আসলেও আসতে পারত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘ব্যাটিংয়ের সময় কখনও সেঞ্চুরি কিংবা হাফসেঞ্চুরির কথা ভেবে খেলি না। সব সময় দলের প্রয়োজনে খেলার চেষ্টা করি।’ টি২০ ক্রিকেটে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস খেলা সাব্বির আরও বলেন,‘আমি কখনও নিজের রান নিয়ে ভাবি না। আমি দলের প্রয়োজনে খেলে থাকি। দলের জয়ে যদি এক রান পারি তাতেই আমি খুশি। সেঞ্চুরির কথা আজ চিন্তাই করিনি।’

ভারতের আইপিএলসহ বিভিন্ন দেশের ঘরোয়া টি২০ টুর্নামেন্টে খেলার সুযোগ নিয়েও সাব্বিরের কোনো ভাবনা নেই। তার যতো মনোযোগ নিজের উন্নতির দিকে। এ বিষয়ে সাব্বির বলেন , ‘আমি আসলে এখনও বাইরের কোনো লিগ নিয়ে ভাবছি না। এখন আমার সম্পূর্ণ মনোযোগ নিজের খেলা নিয়ে। প্রতিদিন আমি উন্নতি করতে চাই। তিন নাম্বারে চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে। আশা করি, পরের ম্যাচগুলোতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে পারব। সর্বদা আমি সেই দিকে বেশি মনোযোগ দিচ্ছি।’



মন্তব্য চালু নেই