সেনবাগ ইভটিজিংয়ের দায়ে যুবকের ১০মাসের সাজা

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নে স্কুল ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে জাফর আহাম্মেদ (২০) নামে এক যুবককে ১০ মাস ১০ দিনের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।

দুপুর ১ টার দিকে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান ছিদ্দিক এ আদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত আবু জাফর আহাম্মেদ ওই ইউনিয়নের সুরাতপুর গ্রামের মীর হোসেনের ছেলে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমবার সকালে ডুমুরুয়া গালর্স হাই স্কুলের নবম শ্রেনীর এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে ইভটিজিং করে জাফর।

পরে স্থানীয় লোকজন ইভটিজিংকারী জাফরকে ধরে পুলিশে দেয়। দুপুরের দিকে সেনবাগ থানা পুলিশ ভ্রাম্যমান আদালতে নিলে আদালত তাকে ১০ মাস ১০ দিনে সাজা প্রদান করে।

সেনবাগ থানার ওসি আবদুর রাজ্জাক জানান, ইভটিজিংয়ের অভিযোগে জাফরকে ১০মাস ১০ দিনের সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। তাকে বিকালে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আবু হাসান ছিদ্দিক সাজার বিষয়টি নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই