সেরেনার অনন্য ৩০০

পেশাদার টেনিস ক্যারিয়ারে অনন্য এক মাইলফলক সঙ্গী হলো সেরেনা উইলিয়ামসের। রবিবার (৩ জুলাই) উইম্বলডন টেনিসে জার্মানির আন্নিকা বেককে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন তিনি। সেই সুবাদে ক্যারিয়ারের ৩০০তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের মাইলফলক ছুঁয়েছেন বর্তমান বিশ্বের এই এক নম্বর প্রমীলা তারকা।

মেয়েদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডটি বর্তমানে রয়েছে চেক প্রজাতন্ত্রের সাবেক তারকা মার্টিনা নাভ্রাতিলোভার দখলে। তিনি জিতেছিলেন ৩০৬টি গ্র্যান্ডস্ল্যাম ম্যাচ। ২৯৯টি জয় নিয়ে দ্বিতীয়স্থানে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ক্রিস এভার্ট। রবিবার এভার্টকে পিছনে পেলে সেই স্থান দখল করলেন তারই স্বদেশী সেরেনা।

সুদীর্ঘ ২১ বছরের পেশাদার ক্যারিয়ারে অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। তার সংগ্রহে রয়েছে ২১টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। আর একটি শিরোপা জিতলে জার্মানির সাবেক তারকা স্টেফি গ্রাফের সর্বাধিক ২২ গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ের রেকর্ডটিও ছুঁয়ে ফেলতে পারবেন তিনি। এবারের উইম্বলডনে ৩৪ বছর বয়সী সেরেনা কি তা করে দেখাতে পারবেন?



মন্তব্য চালু নেই