সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্মগুলো ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর অসংখ্য কবিতা, প্রবন্ধ, গানসহ সাহিত্য কর্মগুলো বাঙালি জাতির জন্য ভবিষ্যৎ পাথেয় হয়ে থাকবে।’

শেখ হাসিনা বলেন, ‘সৈয়দ শামসুল হকের মৃত্যু দেশের সাহিত্য সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাছে বাঙালি, বাংলাদেশ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক অভিন্ন সত্তা। তিনি তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে আমৃত্যু মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন।’

প্রধানমন্ত্রী সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন, তার শোকসন্তপ্ত পরিবার এবং অসংখ্য ভক্ত অনুরাগীর প্রতি গভীর সমবেদনা জানান।



মন্তব্য চালু নেই