সোনার মুরগি !

মুরগির কেরামতিতে রীতিমতো হইচই। এক ডিমের মধ্যেই আরেকটা ডিম! তবে ডিমের আকারটা অন্যগুলোর প্রায় দ্বিগুণ। আসলে ওই ডিমের ভেতরেই যে লুকিয়ে রয়েছে আরো একটি আস্ত ডিম।

যাকে বলে Buy 1 Get 2। কাজেই জোড়া কুসুম বা ডবল ডিমের অমলেট ভুলে যান। এ মুরগির একটা ডিমেই পাবেন ডবল ডিম। এমন মুরগির মালিক যিনি তিনি তো একেবারে আহ্লাদে আটখানা। অনেকটা সেই মুরগির সোনার ডিম পাড়ার গল্পের মালিকের মতো।

ব্রাজিলের সিউ জায়ারের ছয় মাসের মুরগিটি যেদিন প্রথম ডিম পাড়ে, সেদিন একটু অবাকই হয়েছিলেন সিউ। ডিমটির মাপ অন্যান্য ডিমের প্রায় দ্বিগুণ। দৈর্ঘ্যে ১৭ সিএম ও প্রস্থে ১২সিএম। ডিমটি ফাটানোর পর তাজ্জব হন সিউ। দেখেন, তার ভেতর থেকে বের হচ্ছে আরেকটি গোটা ডিম। বিশেষজ্ঞরা বলছেন, মুরগিটির গর্ভাশয়ে অস্বাভাবিক কোনো হরমোন ক্ষরণ হওয়ার জন্যই এ ঘটনা ঘটছে।

সিউ-এর কাছে এটা সোনার মুরগি। সোনার ডিম না পাড়লেও একসঙ্গে দুটো ডিম পেড়ে মালিককে বিখ্যাত করে দিয়েছে মুরগিটি। এই সিউ-এর খুব পছন্দের ব্যক্তিত্ব ছিলেন সাবেক প্রিন্সেস অফ ওয়েলস লেডি ডায়না। তাই সিউ সাধ করে তার মুরগির নাম রেখেছেন শার্লট।



মন্তব্য চালু নেই