সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় ৪ মামলা

সোনালী ব্যাংকের ধামরাই শাখায় ডাকাতির চেষ্টা ও বন্দুকযুদ্ধের ঘটনায় চারটি মামলা করেছে র‌্যাব।

র‌্যাব-৪ এর ওয়ারেন্ট অফিসার বদরুদ্দিন আহম্মেদ শুক্রবার গভীর রাতে ধামরাই থানায় এ চারটি মামলা দায়ের করেন। অস্ত্র, মাদক, ডাকাতি চেষ্টা ও অপমৃত্যুর ধারায় চারটি মামলা করা হয়েছে বলে জানান ধামরাই থানার ওসি রিজাউল হক।

অন্যদিকে, মামলা দায়েরের পর রাতেই রেজাউল করীমকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। ওসি রিজাউল হক জানান, ধামরাই বাজারে হাজী রিয়াজ উদ্দিন প্লাজা নামের যে ভবনে সোনালী ব্যাংকের ওই শাখা, রেজাউল করীম তার মালিকের ছেলে। রাতেই মামলা দায়েরের পর পৌর এলাকা থেকে রিয়াজ উদ্দিন প্লাজার মালিকের ছেলে রেজাউল করীমকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, সাভারে সোনালী ব্যাংকের ধামরাই শাখায় শুক্রবার ভোর রাতে ডাকাতির চেষ্টাকালে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হন। এ সময় তার দলের নারী ও শিশুসহ মোট ছয়জনকে আটক করে র‌্যাব।



মন্তব্য চালু নেই