সোনা হারাচ্ছেন বোল্ট!

রিও তে স্প্রিন্টের ১০০, ২০০ মিটার ও ১০০ মিটার রিলেতে সোনা জিতে অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। তিনি এখন শুধু গ্রেট নয়, গ্রেটেস্ট।

তবে এবার আশঙ্কা তৈরি হয়েছে ৮ বছর আগে জেতা সোনা হারানোর। উসাইন বোল্ট ডোপ নেননি বা এ রকম কিছু করেননি যাতে তার কোনো পদক কেড়ে নেওয়া হতে পারে। শঙ্কাটা তৈরি হয়েছে তার জ্যামাইকান সতীর্থ নেস্টা কার্টারকে নিয়ে। ২০০৮ অলিম্পিকে ১০০ মিটার রিলেতে সোনা জিতেছিল বোল্টের দল। যেখানে তার সতীর্থ ছিলেন কার্টারও। আর এই স্প্রিন্টারের বিরুদ্ধেই ডোপিংয়ের অভিযোগ রয়েছে।

প্রথম নমুনার পুনঃপরীক্ষায় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করেছে জ্যামাইকার দৈনিক দ্য গ্লিনার। তবে কার্টারের অন্য নমুনার পুনঃপরীক্ষার ফল এখনো জানা যায়নি। তবে দ্বিতীয় নমুনাতেও নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া যায়, তাহলে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার রিলেতে সোনাজয়ী জ্যামাইকার সবার রিলের সোনা কেড়ে নেওয়া হবে। তার মানে কার্টারের পাশাপাশি সোনা হারাবেন উসাইন বোল্টও।



মন্তব্য চালু নেই